মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে যুবলীগ সভাপতির বিরুদ্ধে একটি ফ্ল্যাট বাড়ি দখলের ঘটনায় প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগ ওঠেছে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের বিরুদ্ধে সোমবার (১৯ মে) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে কাজল রেখা নামে ভুক্তভোগি এক বৃদ্ধা নারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, ২০১০ সালে তিনি তার বড় ছেলে পারভেজের বন্ধু উপজেলা যুবলীগের আহ্বায়ক নূর হোসেন ওরফে মাটি মাসুদকে তার চৌমুহনী পৌরসভার কুরিপাড়ার একটি তিন তলা বাড়ি দেখাশোনার দায়িত্ব দেন। প্রায় দুই বছর দেখাশোনা করে এবং উত্তোলিত ভাড়া তাকে প্রদান করেন। দুই বছর পর হঠাৎ করে নূর হোসেন মাসুদ তার ভবনের সকল ভাড়াটিয়াকে বের করে দিয়ে নতুন ভাড়াটিয়া ডুকান।
কাজল রেখা অভিযোগ করেন, মাসুদ তখন দলীয় প্রভাব খাটিয়ে তার বাড়িটি দখল করেন। এ বিষয়ে তিনি বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে হেঁটেও বাড়ি দখলমুক্ত করতে পারেননি। পরবর্তীতে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগ নেতা নূর হোসেন মাসুদ আত্মগোপন করলে গত ৮ মার্চ তিনি তার বাড়িটি নিজের আয়ত্বে আনেন।
এরপর নূর হোসেন মাসুদ জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিমের শরণাপন্ন হয়ে মনজুরুল আজিম লোকজনের মাধ্যমে ফ্ল্যাটটি পুনরায় দখল করে। দখলকারীরা তাকে নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া অব্যাহত রাখে। এ অবস্থায় তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তিনি তার বাড়ি ফেরত চেয়ে সরকারের কাছে আকুতি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সেলফোনে জানান, কাজল রেখা নামের ওই নারীর ফ্ল্যাট দখলের ঘটনায় তিনি কিংবা তার কোন লোক জড়িত নন। তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই নারীকে দিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন।