শিরোনাম
◈ বিশ্বকাপে সর্বনিম্ম ৬০ ডলারের টিকেট ছাড়লো ফিফা  ◈ রাতারাতি বদ‌লে গে‌লো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট ◈ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনা  ◈ দুটি ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক, বাড়ছে টানাপোড়েন ◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সিপিজের ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে এসএ পরিবহন থেকে ৫ কোটি টাকা মূল্যের ৫ মন ভায়াগ্রা পাউডার জব্দ

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে এসএ পরিবহন কাউন্টারের সামনে থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৫ মন ভায়াগ্রা পাউডার আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোন পাচার কোন পাচারকারীকে গ্রেফতার দেখাতে পারেনি বিজিবি। 

শনিবার (১৭ মে) বিকালে  যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি প্রেস লিষ্টে গণমাধ্যমকর্মীদের আটকের এ তথ্য জানান। 

এর আগে গত শুক্রবার রাতে বেনাপোল বাজারে অবস্থিত এসএ পরিবহনে চোরাকারবারীরা  ভায়াগ্রা তৈরী পাউডারের চালান বুকিং করার সময় বিজিবি একটি ভ্যান থেকে জব্দ করে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের বিশেষ টহলদল বেনাপোল বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসমঢ এসএ পরিবহনে বুকিং দেওয়ার জন্য নিয়ে আসা একটি ভ্যান তল্রাশী করতে গেলে   চোরাকারবারীরা পালিয়ে যায়।  পরে ভ্যান থেকে ২০১ কেজি ওজনের   চার  বস্তা ভ্রয়াগ্রা তৈরীর পাউডার জব্দ করা হয়। যার বাজার মুল্য ৬০ লক্ষ ৪৫ হাজার টাকা।

এদিকে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা ভারত হতে অবৈধ পন্থায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন মাদক, যৌন উত্তেজক ঔষধ ভায়াগ্রা তৈরির সরঞ্জামসহ নানা ধরণের ঔষধ, মোবাইল ও পণ্যসামগ্রী এনে তার সিংহভাগ এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঁচার করে থাকে।

ইতিমধ্যে ২৩ জানুয়ারী-২৫ তারিখ রাত ১০টার দিকে আমড়াখালী চেকপোস্টে ‘বেনাপোল থেকে ঢাকাগামী’ এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তল্লাশী করে চোরাকারবারিদের প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরণের মোবাইল ও পণ্যসামগ্রী জব্দ করে বিজিবি সদস্যরা। এছাড়া অনেকবার এসএ পরিবহন থেকে চোরাচালানী পণ্য জব্দ হয়েছে। তবে মাঝে মধ্যে দু’একটি চালান আটক হলেও অধিকাংশ থাকছে ধরা ছোওয়ার বাইরে। বর্তমানে চোরাকারবারিদের পণ্য পরিবহনের নিরাপদ বাহন ‘এসএ পরিবহন এমনটি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়