কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা (মোখজ) ধরেছে। যা একনজর দেখতে শতশত মানুষ ভিড় করছে। এটুকু গাছে এতোগুলো মোচা ধরায় এলাকার দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদুরে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলারগাছে ৭টি মোাচা (মোখজ) বের হয়। শনিবার (১৭মে) দুপুরের দিকে একটি ছোট শিশু ওই কলাগাছে এতো মোচা দেখে চিৎকার দিয়ে উঠে। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ এতো ছোট কলাগাছের ৭টি মোচা দেখতে ভিড় জমাতে থাকে।
সোনাবর এলাকা থেকে দেখতে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায় (৫২) জানান, এতো ছোট কলাগাছে ৭টি মুখজ ওয়ালা গাছ কখনো দেখেনি। এই প্রথম আমার জীবনে দেখা।
এ ব্যাপারে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী জানান, এখানে অনেক বেশি পরাগায়ন হয়েছে এজন্য হয়তো এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য খুবই দুর্লভ। সূত্র: চ্যানেল২৪