শিরোনাম
◈ রা‌তে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলা‌দেশ- ভারত মুখোমুখি ◈ বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক ◈ এনবিআর ভেঙে নতুন ২টি বিভাগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাস্থ্যব্যয়ে বাড়ছে দারিদ্র্য: গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ সার্ভিস ফি-কমিশন বন্ধ, পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করল কেন্দ্রীয় ব্যাংক ◈ ‘বিদেশি নাগরিকত্ব’ ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন খলিলুর রহমান ◈ ৪৫ হাজার টাকার জন্য ভ্যানচালককে মে-রে ড্রিল মেশিন দিয়ে তার চোখ খোলা হয়! ◈ ইডেন গা‌র্ডেনে আই‌পিএ‌লের ফাইনাল ফেরানো নি‌য়ে সৌরভ গাঙ্গু‌লির দৌঁড়ঝাপ ◈ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের 'সিদ্ধান্তের সীমা' নিয়ে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে বিতর্ক ◈ সেন্টমার্টিন নিয়ে কী করছে সরকার? যা বললেন শফিকুল আলম, পাল্টা যুক্তি উপস্থাপকের (ভিডিও)

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৫, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিএনপির অব্যবহৃত কার্যালয়ে আগুন দিলেন ছাত্রদলের পদবঞ্চিতরা!

কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ের ভেতরে আগুন জ্বলছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিতরা তিন দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এবার তাঁরা বিক্ষোভ মিছিল করে দলের অব্যবহৃত কার্যালয়ে আগুন দিয়েছেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকাও দাহ করা হয়।

শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের অব্যবহৃত কার্যালয়ে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। কার্যালয়টি অবশ্য প্রায় দুই বছর ধরে ব্যবহৃত হচ্ছে না।

প্রসঙ্গত, প্রায় সাত বছর পর গত বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ছয় সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কাজী জোবায়ের আলম (জিলানী) ও সাধারণ সম্পাদক হয়েছেন এমদাদুল হক (ধীমান)। ১৩ সদস্যের কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি করা হয়েছে নাহিদ রানাকে, আর সাধারণ সম্পাদক হয়েছেন ফায়াজ রশিদ (প্রিমু)। বৃহস্পতিবার রাতে কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল করা হয়। এরপরই বিক্ষোভ মিছিল বের করেন পদবঞ্চিতরা। ওই দিন রাতে পদবঞ্চিতদের বিক্ষোভের সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলা চালানো হয়। শুক্রবারও দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সন্ধ্যার দিকে কান্দিরপাড় এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের পদবঞ্চিত নেতা–কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতা–কর্মীরা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন। একপর্যায়ে তাঁরা বিএনপির কার্যালয়ে আগুন দেন। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় আরেক পক্ষ তাঁদের ধাওয়া দেয়। এ সময় অন্তত চারটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের একজন মো. মহসিন বলেন, যাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, এই দুই কমিটিতে তাঁদের রাখা হয়নি। যাঁরা পদ পেয়েছেন, তাঁদের বেশির ভাগই সুবিধাভোগী। অবিলম্বে এই দুটি কমিটি বাতিল করে নতুন করে কমিটি ঘোষণা করতে হবে। না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

যাঁরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন ও বিক্ষোভ মিছিল করেছেন, তাঁরা দলের মধ্যে অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন কুমিল্লা মহানগর ছাত্রদলের নতুন সভাপতি নাহিদ রানা। তিনি বলেন, ‘আজ যাঁরা বিক্ষোভ মিছিল ও বিএনপি অফিসে আগুন দিয়েছেন, আমি তাঁদের কাউকে চিনি না। যদি ছাত্রদলের নেতা–কর্মী হতেন, তাহলে অবশ্যই সবাইকে চিনতাম। তাই বলছি, এঁরা সবাই অনুপ্রবেশকারী, ছাত্রদলের কেউ নন। আমাদের কমিটি নিয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা আনন্দিত।’

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ফখরুল ইসলাম (মিঠু) বলেন, ‘কমিটি দেওয়ার পর থেকে কুমিল্লা নগরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে দুই পক্ষ। আমরা বিষয়টি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছি। ঐক্যবদ্ধ ছাত্রদল গড়তে আমরা চাই দ্রুত এ সমস্যার সমাধান হোক।’

এ প্রসঙ্গে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) বলেন, ‘ছাত্রদল বড় সংগঠন। যাঁরা পদ পাননি, তাঁদের মধ্যে কষ্ট থাকাটাই স্বাভাবিক। এ ছাড়া সবাইকে তো আর সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দেওয়া সম্ভব নয়। এরপরও আমরা চেষ্টা করছি, কোনো ঝামেলা থাকলে সেটির সমাধান করার।’ তিনি বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। শিগগিরই আমরা এটি সংস্কার করব। এমন পরিস্থিতিতে আজ শুনলাম ১৫ থেকে ২০ জন গিয়ে ভেতরে কিছু কাগজ দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তবে কয়েক মিনিটের মধ্যে সেটি আশপাশের লোকজন নিভিয়ে ফেলেছেন।’ সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়