শিরোনাম
◈ ডিসেম্বরে জাতীয় নির্বাচন? সেনাপ্রধানের বার্তা ও রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে ◈ নতুন যুগে সাইবার আইন: বিতর্কিত ৯ ধারা বাদ দিয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি ◈ স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই হয়তো এ দেশের ভাগ্য: আসিফ মাহমুদ ◈ বিদ্যুৎ বিল বকেয়া: বাংলাদেশকে চাপ দিচ্ছে আদানি পাওয়ার ◈ জাতীয় ঐক্য রক্ষা নিয়ে মিজানুর রহমান আজহারির পোস্ট ◈ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, লাশ নিয়ে পালাতে গিয়ে স্ত্রীসহ আটক (ভিডিও) ◈ অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম ◈ মুজিবের ছবি ছাড়াই নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক  ◈ বাংলাদেশের দুটি 'চিকেন নেক' কেটে দেব: আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ◈ হাজার হাজার ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন বিএসএফ  এর

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরাইছড়া সীমান্ত দিয়ে আরও ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ ইং, সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে। বিজিবি এই পুশইন করা ১৪ জনকে আটক করেছে। এরমধ্যে ৪ জন পুরুষ, নারী ৬ জন ও শিশু ৪ জন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল এ এস এম জাকারিয়া।

এর আগে বুধবার ১৪ মে ২০২৫ ইং, ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্ত লাতু ও পাল্লারতল দিয়ে বিএএসএফ আরো ৪৪ নারী-পুরুষকে পুশইন করে। এছাড়া আরও ৫৮ জনকে পুশইন করা হয়েছিল।

গত কয়েকদিন থেকেই মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে লোকজনকে পুশইন করে আসছে বিএসএফ। এরমধ্যে পাল্লাতল ও লাতু সীমান্তে ৮৮ জনকে আটক করেছিল বিজিবি। তাদের পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে সোপর্দ করে বিজিবি। এদের প্রায় সবার বাড়ি কুড়িগ্রাম ও যশোরে।

৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, আটকদের পরিচয় শনাক্তের পর পুলিশের কাছে সোপর্দ করা হবে। এ পর্যন্ত জেলায় আটকের সংখ্যা ১১৭ জন দাঁড়ালো।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়