আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলায় ৩০টি মামলার পলাতক আসামী আইনালকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জালিয়াতি মামলা এবং বর্তমানে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।
মঙ্গলবার(১৩ মে) ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানায়, তাদের কাছে গোঁপন সংবাদ আসে ৩০ মামলার এক পলাতক আসামী গোঁপনে এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন জানায় পুলিশ।
শার্শা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরার চেষ্টা করছিলাম কিন্তু খুজে পাওয়া যাচ্ছিলোনা । শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।।