শিরোনাম
◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর ◈ ট্রাম্পের নেতৃত্বে আমদানি শুল্ক বাড়ছে: যে ৫ পণ্যের দাম বাড়তে পারে ◈ বিভিন্ন জেলার ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ◈ গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি ◈ জোয়ারের তোড়ে ভেসে গেল সড়ক, দুর্ভোগে ২০ হাজার বাসিন্দা

প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে ৩২ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক, গ্রেফতার নেই চোরাকারবারী

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি:  যশোরের বেনাপোল চেকপোষ্ট  সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ লক্ষ ১৩ হাজার ৮ শত ৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য  শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে ব্যর্থ হয়েছে বিজিবি।

রোববার ( ১১ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে বিজিবির  এর টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। আটককৃত মালামালের মূল্য ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা। 

যশোর ৪৯ বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এদিকে স্থানীয়রা বলছেন, চোরাচালান পণ্য জব্দ হলেও চোরাকারবারীকে ধরতে না পারা বিজিবির ব্যর্থতা। তারা ধরা ছোওয়ার বাইরে থাকায়  কোন ভাবে সীমান্তে চোরাচালান বন্ধ হচ্ছেনা। বিজিবির নাম ব্যবহার করে এক শ্রেনীর দালাল চক্র বিভিন্ন ভাবে সীমান্ত এলাকায় চোরাকারকারীদের কাছ থেকে চাঁদা আদায় করে বলেও অভিযোগ রয়েছে। তবে এরা চিহ্নিত হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এখানেও  রহস্য রয়ে গেছে।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়