শিরোনাম
◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে চালকে হাত-পা বেধেঁ ব্রিজের নিচে ফেলে রিকসা ছিনতাই

মোঃ আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে ব্যাটারি চালিত অটোরিকসা ভাড়া করতো ছিনতাইকারী চক্র। এরপর চালকের সাথে সখ্যতা করে খাবারের সঙ্গে চেতনা নাশক খাইয়ে চালক মোঃ আরমানকে অচেতন করে হাত-পা বেধেঁ ব্রিজের নিচে ফেলে দিয়ে রিকসা ছিনতাই করে নিয়ে যায় চক্রটি। শনিবার (১০মে) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার আলাদীন্স

হাসপাতালের সামনে ব্রিজের নিচে এমন ঘটনাটি ঘটে। ছিনতাইকারী চক্র রিকসাটি নিয়ে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ এলকায় সাইদুল সাইকেল স্টোরদোকানে এসে ব্যাটারি খুলে ২৮ হাজার টাকায় বিক্রি করে। পরে রিকসাটি শরীফবাগ ব্রিজের পাশে রেখে চলে যায়।

ভুুক্তভোগীর পরিবার সুত্রে যানাযায়, আরমান সকাল বেলা রিকসা নিয়ে বের হয়।আশুলিয়া থানার কুরগাঁও এলাকা থেকে এক লোকা যাত্রী সেজে বলে আমাকে ধামরাই ঢুলিভিটা নামিয়ে দেওয়ার কথা বলে রিকসায় উঠে। পরে চালক আরমান নবীনগর হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢুলিভিটা আসে। এরপর ছিনতাইকারী ব্যাক্তি বলে আমাকে একটু দক্ষিণ পাশে নামিয়ে দেন। কিন্তু সেখানে গেলে চালককে বলে ভুল ঠিকানায় এসেছি। আপনি ভিতর দিয়ে ডুকে সামনে চলে যান। ছিনতাইকারীর কথা মত ভিতর দিয়ে যাইতে যাইতে রিকসাচালককে চেতনা নাশক খাওয়ায়ে চালকের হাত-পা ও মুখ বেধেঁ জয়পুরা ব্রিজের নিচে তাকে ফেলে দিয়ে রিকসা নিয়ে চলে যায়। পরে ব্রিজের নিচ দিয়ে পথচারী যাওয়ার সময় হাত,পা ও মুখ বাধাঁ অবস্থায় রিকসা চালক আরমানকে উদ্ধার করে আলাদিন্স হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে জ্ঞান ফিরে পায়। এরপর তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান।

এই বিষয়ে রিকসা চালকের বড় ভাই মোঃ মধুমিয়া সাংবাদিকদের বলেন, রিকসা ছিনতাইয়ের ঘটনা শুনে আমরা রিকসাটি ধামরাইসহ বিভিন্ন জায়গায় খুজতে থাকি। পরে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় সাইদুল সাইকেলস্টোর দোকানের সামনে গিয়ে রিকসাটি পড়ে থাকতে দেখি। এরপর জানতে পারি দোকানদার সাইদুর২৮ হাজার টাকা দিয়ে রিকসার ব্যাটারি ক্রয় করেছে। এমন একটি ভিডিও সিসি টিভিতে দেখা গেছে।  

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সংবাদিকদের জানান, ছিনতাই হওয়া রিকসা ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় পাওয়া গেছে বলে খবর পেয়েছি। রিকসা ছিনতাই চক্রটিকে আটক করার জন্য আমাদের অভিযান চলমান আছে। দ্রুত ছিনতাইকারীদের আটক করে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়