শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ২ প্রতিনিধির  বৈঠক চলছে  ◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান,৫০ হাজার টাকা জরিমানা

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর :ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা এলাকায় একটি নকল শিশু খাদ্যের কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য উদ্ধার ও ধ্বংস করেছে। 
 
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানার পুলিশ এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনের কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
আদালত সুত্রে জানা যায়, আঁধারকোঠা এলাকার আল হাসান মহিলা মাদ্রাসা সড়কে একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) কারখানা বসিয়ে নকল শিশু খাদ্য উৎপাদন করছিলেন। কোন প্রকার সরকারি বা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকার ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে শুধুমাত্র স্যাকারিন, ঘনোচিনি, সেন্ট আর পানি দিয়ে ড্রিংকো জুস, আইস ললি, তেতুলের চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করছিলো।
 
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যৌথবাহিনি অভিযান চালায়। জাহিদুল ইসলাম তার ছেলে আশিক ও চারজন নারী শ্রমিককে নিয়ে এসব পন্য সামগ্রি উৎপাদন করছিলো। এসব নকল পণ্য উদ্ধার করে ভূমি অফিসে নিয়ে ধ্বংস করা হয়। 
 
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, মানব স্বাস্থ্যের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এ সকল পণ্য। এরকম নকল পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নকল পণ্য ধ্বংস করা হয়। কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়