শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান,৫০ হাজার টাকা জরিমানা

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর :ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা এলাকায় একটি নকল শিশু খাদ্যের কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য উদ্ধার ও ধ্বংস করেছে। 
 
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানার পুলিশ এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনের কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 
 
আদালত সুত্রে জানা যায়, আঁধারকোঠা এলাকার আল হাসান মহিলা মাদ্রাসা সড়কে একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) কারখানা বসিয়ে নকল শিশু খাদ্য উৎপাদন করছিলেন। কোন প্রকার সরকারি বা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকার ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে শুধুমাত্র স্যাকারিন, ঘনোচিনি, সেন্ট আর পানি দিয়ে ড্রিংকো জুস, আইস ললি, তেতুলের চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করছিলো।
 
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যৌথবাহিনি অভিযান চালায়। জাহিদুল ইসলাম তার ছেলে আশিক ও চারজন নারী শ্রমিককে নিয়ে এসব পন্য সামগ্রি উৎপাদন করছিলো। এসব নকল পণ্য উদ্ধার করে ভূমি অফিসে নিয়ে ধ্বংস করা হয়। 
 
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, মানব স্বাস্থ্যের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এ সকল পণ্য। এরকম নকল পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নকল পণ্য ধ্বংস করা হয়। কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়