শিরোনাম
◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১০:৪৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে জামায়াত নেতাসহ তিনজনকে হাত-পা মুখ বেঁধে মোটরসাইকেল ছিনতাই

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে উপজেলা জামায়াতের সেক্রেটারি তার ছেলেসহ তিনজনকে মারপিট করে হাত-পা মুখ বেঁধে খাদে ফেলে রেখে দুইটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত আদমদীঘি উপজেলা নসরতপুর- বিহিগ্রাম সড়কের ধনতলা ব্রিজের নিকট এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

ছিনতাইকারির কবলে পড়া ব্যক্তিরা হলো, আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া গ্রামের মাও: গোলাম রব্বানী (৫৭), তার ছেলে মনিরুজ্জামান মারুফ (১৩) ও একই গ্রামের প্রবাসি রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেন (১৯)। এদের মধ্যে বকুল হোসেন গুরুতর অসুস্থ্য হয়েছেন।

আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওঃ গোলাম রব্বানী জানান, গত মঙ্গলবার রাতে তিনি ও তার ছেলে মনিরুজামান মারুফ দুপচাঁচিয়া সরদারপাড়া তার বড় ছেলের শ^শুড়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি মটপুকুরিয়া গ্রামে ফিরছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম সড়কের ধনতলা গ্রামে পুর্বে ব্রিজের নিকট সড়কে দড়ির ব্যাড়িকেট দিয়ে তাদের পথরোধ করে ৭ থেকে ৮ জনের একদল ছিনতাইকারি চাকুর ভয় দেখিয়ে তাদের মারপিট করে হাত-পা মুখ বেঁধে সড়কের পাশে খাদে ফেলে রেখে তার বাজাজ সিটি ১০০ সিসির একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এর আগে রাত সাড়ে ৮টায় ওই স্থানে একই গ্রামে প্রবাসি রেজাউল ইসলামের ছেলে বকুল হোসেনকে ছিনতাইকারিরা দড়ির ব্যারিকেট দিয়ে পথরোধ করে মারপিট, হাত-পা ও মুখ দড়ি দিয়ে বেঁধে খাদে ফেলে রেখে তার নিকট থেকে এইটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, আইফোন, বিদেশী ডলার ও ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তার মা বুলবুলি বেগম জানান। এদিকে রাত ১২ টা দিকে ছিনতাইকারির কবলে পড়া ব্যক্তিরা কৌশলে মুখ খুলে চিৎকার দিলে গ্রামবাসিরা এসে তাদের উদ্ধার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি জানার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়