শিরোনাম
◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু ◈ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মে‌য়ে‌দের ইভেন্টের জন্য জিন পরীক্ষা বাধ্যতামূলক ◈ বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা ◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:৪৯ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার  নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করায় একজনের জরিমানা

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই করায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে একজনের পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযুক্ত আব্দুল কুদ্দুস দোহার গ্রামের নাজির উদ্দিনের ছেলে। 
 
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামে একটি গুরুতর অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করা হচ্ছিলো। বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার তাৎক্ষনিকভাবে সেখানে গিয়ে অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে আটক করে। এরপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ৮০ কেজি মাংস জব্দ করে। 
 
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি গুরুতর অসুস্থ গরু জবাই করে মাংস বাজারজাত করার চেষ্টা চলছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জরিমানা করা হয়। তিনি আরও বলেন, মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলবে। 
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর ছিলেন ভেটেরিনারি সার্জন রাশেদুল ইসলাম। ওই সময় উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা কল্পনা রানী রায় ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।


জিল্লুর রহমান রয়েল  
  • সর্বশেষ
  • জনপ্রিয়