শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজেনের মৃত্যু

লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের  মধুপুর উপজেলায়  ট্রাক  - সিএনজিচালিত অটোরিকশার  সংঘর্ষে ঝড়লো  দুই প্রাণ। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাইত  রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত হয়েছেন  দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক হেলাল উদ্দিন (৬৫)।  তিনি ধনবাড়ী  চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। অপরজন  সিএনজি চালিত অটোরিকশার যাত্রী  ধনবাড়ী পৌর এলাকার  ফরিদ হোসেন (৪০)।

এ বিষয়ে  এস আই আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  সিএনজি চালক হেলাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করা হয়  এবং অপরজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে  সেখানে তার মৃত্যু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে তার স্ত্রী মধুপুর থানা পুলিশকে জানান, নিহত যাত্রী তার স্বামী ফরিদ উদ্দিন ( ৪০)। ধনবাড়ী এলাকার বাসিন্দা।

মধুপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাসেল আহমেদ জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মধুপুর থেকে যাত্রী নিয়ে ধনবাড়ীর দিকে যাওয়ার পথে পৌর এলাকার কাইতকাইত নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হোন। এছাড়া এক যাত্রী গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত  অবস্থায়  তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়