শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বন্ধ দোকানপাটের সামনে দাঁড়িয়ে এক যুবক চিৎকার করে কথা বলছে। 

তিন মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাথায় ক্যাপ পরা ওই যুবক নিজের মুখ ও হাতের ক্ষতস্থান দেখিয়ে সাহায্য চাইছেন। তিনি গুলিবিদ্ধ হয়েছেন দাবি করে বলছিলেন, ‘দেখেন ওরা গুলি করতেসে। অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে। আমি বাজারে চা খাওয়ার জন্য এসে গুলি খেয়েছি। আমি হাতে গুলি খেয়েছি, পায়ে গুলি খেয়েছি। দেখেন, ওরা গুলিটুলি নিয়ে সবাই প্রস্তুত। লুকিয়ে লুকিয়ে আমাদের গুলি করতেসে।’

ওই যুবকের কথার মাঝেই বেশ কয়েকটি গোলাগুলির মতো শব্দ শোনা যায়। এ সময় তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ওই এলাকার দোকানপাট বন্ধ দেখা যায়। কিছু দূরে বন্দুক হাতে এক ব্যক্তিকে আড়ালে সরে যেতে দেখা যায়। তার পাশে বেশ কয়েকটি ঢেউটিনে নিজেদের আড়াল করে কিছু লোক এগিয়ে আসছিলেন। এ সময় আবারও গোলাগুলির শব্দ শোনা যায়।

জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা তিনটার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ভিডিওটি সেই সময় ধারণ করা হয়। তবে পুলিশ দাবি করেছে, সেখানে ইটপাটকেল ছোড়াছুড়ি হলেও গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।’

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার সময় নতুন বাজার এলাকায় দোকানপাট বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা সত্য নয়, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের সময় গোলাগুলির শব্দ মনে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়