শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বন্ধ দোকানপাটের সামনে দাঁড়িয়ে এক যুবক চিৎকার করে কথা বলছে। 

তিন মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মাথায় ক্যাপ পরা ওই যুবক নিজের মুখ ও হাতের ক্ষতস্থান দেখিয়ে সাহায্য চাইছেন। তিনি গুলিবিদ্ধ হয়েছেন দাবি করে বলছিলেন, ‘দেখেন ওরা গুলি করতেসে। অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছে। আমি বাজারে চা খাওয়ার জন্য এসে গুলি খেয়েছি। আমি হাতে গুলি খেয়েছি, পায়ে গুলি খেয়েছি। দেখেন, ওরা গুলিটুলি নিয়ে সবাই প্রস্তুত। লুকিয়ে লুকিয়ে আমাদের গুলি করতেসে।’

ওই যুবকের কথার মাঝেই বেশ কয়েকটি গোলাগুলির মতো শব্দ শোনা যায়। এ সময় তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন ওই এলাকার দোকানপাট বন্ধ দেখা যায়। কিছু দূরে বন্দুক হাতে এক ব্যক্তিকে আড়ালে সরে যেতে দেখা যায়। তার পাশে বেশ কয়েকটি ঢেউটিনে নিজেদের আড়াল করে কিছু লোক এগিয়ে আসছিলেন। এ সময় আবারও গোলাগুলির শব্দ শোনা যায়।

জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা তিনটার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ভিডিওটি সেই সময় ধারণ করা হয়। তবে পুলিশ দাবি করেছে, সেখানে ইটপাটকেল ছোড়াছুড়ি হলেও গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।’

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার সময় নতুন বাজার এলাকায় দোকানপাট বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা সত্য নয়, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের সময় গোলাগুলির শব্দ মনে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়