শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:৫৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক গাড়ি চালকের হোয়াটসঅ্যাপে সাবেক মেয়র সূচির গালাগাল ও হত্যার হুমকি (অডিও)

ডেস্ক রিপোর্ট : নিজের সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের অব্যাহতি প্রাপ্ত মেয়র তাহসিন বাহার সূচি। বুধবার রাতে ঐ গাড়ি চালককে ভয়েস ম্যাসেজের মাধ্যমে পঙ্গু করে দিয়ে হত্যার হুমকি প্রদান করেন। ঐ গাড়ি চালকের নাম মো: সুমন। করোনা মহামারীর পূর্বে তাকে চাকুরিচ্যুত করা হয় এবং প্রাণভয়ে তিনি কুমিল্লা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার কুমিল্লা শহরের বাগিচাগাওয়ের “ব” আদ্যক্ষরের এক যুবকের সাথে সুচির সাবেক গাড়ি চালক সুমনের দেখা হয়। ঢাকার উত্তরায় তিনি আত্মগোপন করে আছেন। ঐ যুবক তার বন্ধু সূচিকে বিষয়টি জানিয়ে  দেন। এরপর পালিয়ে থাকা সুচি বুধবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটে তার বাংলাদেশী মোবাইল নাম্বার সংযুক্ত হোয়াটসঅ্যাপে সুমনকে একবার এবং রাত ১টায় আরেকবার ফোন করেন। কিন্তু সাবেক গাড়ি চালক সুমন কল রিসিভ করেন নি। পরে রাত ১টা ২০মিনিটে অব্যাহতিপ্রাপ্ত মেয়র সূচি অশ্লিল শব্দ ও বাক্য সমৃদ্ধ একটি ভয়েস ম্যাসেজ পাঠান। ঐ রেকর্ডের শব্দ ও বাক্য প্রকাশযোগ্য নয় এবং  ভয়েস ম্যাসেজে সুমনকে মাদকাসৃক্ত বলে উল্লেখ করেন। 

সাবেক গাড়ি চালক সুমন জানান, দীর্ঘ ১২ বছর তিনি সূচি ও রনির গাড়ি চালক ছিলেন। বিশেষ একটি ঘটনা দেখার কারণে তাকে চাকুরিচ্যুত করে কুমিল্লা ছেড়ে যেতে বলা হয়। করোনা মহামারীর পূর্বেই প্রাণভয়ে তিনি কুমিল্লা ছেড়ে যান । যে কারণে তাকে চাকুরিচ্যুত করা হয় তা কাউকে বললে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।  বুধবার ঢাকার উত্তরার ফ্ল্যাটে অবস্থানরত ঐ যুবক আমাকে দেখে সূচি ম্যাডামকে জানিয়ে দেয়। এরপর রাতে ফোন না ধরায় আমাকে ভয়েস মেসেজ পাঠান। 

সুত্র : কুমিল্লার কাগজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়