শিরোনাম
◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ ◈ আগস্টে বাংলাদেশে সফর‌ নি‌য়ে সিদ্ধান্তহীনতায় ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ তিন ইস্যু নিয়ে থমকে আছে ভোটের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: কক্সবাজার-মহেশখালী নৌপথে চালু হয়েছে প্রথমবারের মতো সী ট্রাক, যা স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য নিরাপদ এবং আরামদায়ক যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সী ট্রাকটি পরীক্ষামূলকভাবে মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং মাত্র ৩৫ মিনিটের মধ্যেই মহেশখালী পৌঁছায়।

সী ট্রাকটির আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তাদের মতে, এতদিন এই রুটে স্পিডবোটই ছিল প্রধান ভরসা, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বহন করত। ফলে সী ট্রাক চালুর মাধ্যমে নিরাপদ যাতায়াতের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। স্থানীয়রা একে "দীর্ঘ আন্দোলনের ফসল" বলে অভিহিত করেছেন।

বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিন জানান, পরীক্ষামূলক চলাচলে রুটটি সী ট্রাকের উপযোগী বলেই মনে হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকায় একটি জরুরি সভা আহ্বান করা হবে এবং পরবর্তী কার্যক্রম সেখান থেকেই নির্ধারিত হবে।

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন বলেন, “মহেশখালীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কক্সবাজার-মহেশখালী নৌপথে সী ট্রাক চালুর। আজ সেই স্বপ্ন বাস্তবতায় রূপ নিয়েছে। এতে দ্বীপবাসীর দুর্ভোগ লাঘব হবে।”

উল্লেখ্য, বিআইডব্লিউটিএ’র দাবি অনুযায়ী, গত ১৫ বছর ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বাধার কারণে এই রুটে সী ট্রাক চালু করা সম্ভব হয়নি। তবে সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে চালু হলো সী ট্রাক পরিষেবা। আগামী ২৫ এপ্রিল নৌ-পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ রুটে সী ট্রাক চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।

এই উদ্যোগ কক্সবাজার ও মহেশখালীর মধ্যে পর্যটন, ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়