শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৪৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড

জিয়াবুল হক, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনগামী জাহাজ কেয়ারী সিন্দাবাদ ক্রুজ অ্যান্ড ডাইনের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গভীর রাত ২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি বিওপির দক্ষিণ পাশে জাহাজ ঘাটের অফিসে আগুন লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত পরিদর্শনে যাওয়ার পথে বিজিবির একটি দল দমদমিয়া বিওপির পাশে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তারা পানি ও বালি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালায় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দুর্ঘটনার বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। পাশাপাশি, স্থানীয় জনবসতিতে আগুন ছড়িয়ে পড়া রোধে সক্রিয়ভাবে কাজ করে বিজিবি সদস্যরা।

বিজিবির তৎপরতায় দুর্ঘটনা কবলিত অফিস ঘর থেকে চারজন ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া, গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম, কাগজপত্র ও আসবাবপত্রও উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির সহযোগিতায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

অফিসের নাইট গার্ড আব্দুর রহমান জানান, “প্রতিদিন রাতে আমি ও তৌহিদ অফিসে দায়িত্ব পালন করি। হঠাৎ বৃহস্পতিবার রাতের মধ্যে দক্ষিণ পাশ থেকে আগুন দেখতে পাই। কীভাবে আগুন লাগল, তা নিশ্চিত নয়। বিজিবির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো গেছে।”

তবে আগুনে পুরাতন ইঞ্জিন, তেল, জাহাজের লাইফ জ্যাকেট, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়