শিরোনাম
◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেললেন রাকসু জিএস ◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে জখম

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে গাজা সেবনের ভিডিও ধারণ করাই ইহসানুল হক হোসাইন (২১) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে মাদক সেবীরা। আহত ইহসানুল হক হোসাইন উপজেলার বাকুলিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এই ঘটনায় ৫ জনের উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই যুবক। 

অভিযুক্তরা হলো-উপজেলার শ্রীরামপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মুন্না, একই গ্রামের মালেকা বেগমের ছেলে রিয়াজ, ইসমাইল হোসেনের ছেলে শাকিল হোসেন, রানা এবং বাকুলিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে সাব্বির হোসেন। অজ্ঞাত আরো ৩/৪ জন। তাদের সবারই মাদকের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান ভুক্তভোগী ওই যুবক।

তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, গত (৮ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল  সাড়ে ৫ টার সময় উপজেলার বাকুলিয়া বেজপাড়ার মাঠের মধ্যে ৭/৮ জন মাদক সেবী গাঁজা সেবন করছে। এ সময় ইহসানুল হক হোসাইন তাদের গাজা সেবনের দৃশ্য মোবাইলে ধারণ করে। ভিডিও ধারণ করার দৃশ্য মাদক সেবীরা দেখে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং ভবিষ্যতে খুন জখম সহ যেকোন প্রকার ক্ষয়ক্ষতি করবে হুমকি ও ভয়ভীতি দেখায়।

এরই ধারাবাহিকতায় (১৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার শ্রীরামপুর প্রাইমারী স্কুলের পিছনে রাস্তার উপর অভিযুক্ত আসামীরা ধারালো দা, লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠি দেশিয় অস্ত্রশস্ত্র  নিয়ে তার পথরোধ করে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এ সময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মেরে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এবং আসামীদের হাতে থাকা লোহার রড, হাতুড় ও বাঁশের লাঠি দিয়ে বেধরক মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়