শিরোনাম
◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ২৫ জুন, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পানিতে ডুবে চাচাতো দুই ভাই বোনের মৃত্যু

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পানিতে ডুবে তাফসান (৬) ও লামিম (১৪) নামে আপন চাচাতো দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা।

তাফসান সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের চর চাদপুর সাদের খাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে ও লামিম একই গ্রামের বাসিন্দা জামাল ফকিরের মেঝ মেয়ে।
 
নিহতদের পরিবারের বরাত দিয়ে তাদের চাচাতো ভাই আলামিন (২০) জানায়, দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে তাফসান পানিতে ডুবে যায় বলে ধারনা করা হচ্ছে। ভাইকে ডুবে যেতে দেখে বোন লামিম তাকে উদ্ধারে পানিত নামলে দুজনেই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে বিকেল চার টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিতসক ডা. গোফরানুল হক সিজান তাদেরকে মৃত ঘোষণা করেন। তারা উভয়ে সাতার জানতোনা বলে জানায় আলামিন।
 
সদরপুর থানার চর বিষ্ণপুর ইউপি চেয়ারম্যন মো. মোয়াজ্জেম হোসেন শিশু দুটির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন ভাইয়ের মধ্যে তাফসান ছোট ও এক ভাই তিন বোনের মধ্যে লামিম মেজ।দুই ভাই বোনের এ মৃত্যুতে পরিবার ও এলাকাতে শোক বইছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়