শিরোনাম
◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট ◈ পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ ◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় শালিশে ধার্য টাকা না দেওয়ায় ফের দুপক্ষের সংর্ঘষ, আহত-২০

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খাল পাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে শালিশে ধার্য করা টাকা না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফের দুপক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে। ( ১৪ এপ্রিল) সোমবার সকাল থেকে চলা কয়েক ঘন্টাব্যাপী সংর্ঘষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এসময়  কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রমজান মাসে লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার  জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার সঙ্গে ঝগড়া হয়। এতে জুয়েল আহত হয়। পরে বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গরা শালিসের মাধ্যমে সমাধান করে। শালিসের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ এপ্রিল হাদিস মিয়া জরিমানার এক লক্ষ ২০ হাজার টাকা জুয়েলকে দেওয়ার কথা।

তবে তা না দেওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা হয়। সোমবার সকালে পীরবাড়ি এলাকার পক্ষে হুমায়ুনের নেতৃত্বে এবং খালপাড়ের পক্ষে সাচ্ছু মিয়ার নেতৃত্বে দুটি পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তদন্ত স্বাপেক্ষে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়