শিরোনাম
◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০১:৩৪ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ধর্ষনে ব্যর্থ হয়ে অন্ত:সত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:সত্ত্বা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক যুবক। এ সময় ওই নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানসহ ডান চোখ মারাত্মক জখম করা হয়। বর্তমানে ওই নারী শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ভুক্তভোগী নারী জানান, বিপিনপুর গ্রামে তিনি স্বামী সন্তানসহ বসবাস করেন। তাঁর স্বামী একটি মামলায় দুই মাস যাবৎ জেল হাজতে রয়েছেন। চার সন্তানকে নিয়ে তিনি মৎস্য শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্বামী জেলে যাওয়ার পর থেকেই প্রতিবেশী সেলিম খাঁ তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। 

গত শুক্রবার দুপুরে সেলিম তাকে ধর্ষনের উদ্দেশ্যে তাদের ঘরে প্রবেশ করে। এ সময় সে বাঁধা দিলে তাকে বেধড়ক মারধর করে সেলিম। তাৎক্ষণিক প্রতিবেশিরা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ওই নারীকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। হামলার শিকার নারীর মা ফাতেমা বেগম জানান,তার মেয়ে চার মাসের অন্ত:সত্তা। স্বামী জেলে থাকায় সে মৎস্য শ্রমিকা হিসেবে কাজ করে খায়। সেলিম বিভিন্ন সময় তাঁকে জ্বালাতন করতো। তিনি সেলিমের কঠোর শাস্তি দাবী করেন। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়