শিরোনাম
◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত দিয়ে ভারতে গিয়ে ৫ দিন নিখোঁজ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : রাতের আঁধারে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন  ঝিনাইদহের মহেশপুরের ওয়াসিম আলী(২৫) নামের এক যুবক ।তিনি গত শনিবার (৫ এপ্রিল) থেকে নিখোঁজ আছেন । এদিকে মহেশপুর  সীমান্তবর্তী ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখা গেছে।এখবর শুনে ওই যুবকের পরিবারে চলছে শোকের আহাজারি।তার  পরিবারের ধারণা অজ্ঞাত ওই যুবকই নিখোঁজ ওয়াসিম।

স্বজনরা জানায়, গত শনিবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিম আলীসহ আরও ৩ জন অবৈধভাবে ভারতে যায়। রাতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে পড়লে ৩ জন পালিয়ে গেলেও ওয়াসিম পালাতে পারেনি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।

জানা যায়, শুক্রবার দুপুরে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিখোঁজ ওয়াসিমের পরিবারের দাবি ওই মরদেহ ওয়াসিমের। বিএসএফ তাকে নির্যাতন করে হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। তবে লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় তারা এখনও পুরোপুরি নিশ্চিত হয়। 

পরিবারের দাবি যদি মরদেহ ওয়াসিমের হয় তাহলে যেন পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে  কোনো কথা বলতে রাজি হয়নি খালিশপুর ৫৮ বিজিবির কোনো কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়