শিরোনাম
◈ বিশ্বকাপে সর্বনিম্ম ৬০ ডলারের টিকেট ছাড়লো ফিফা  ◈ রাতারাতি বদ‌লে গে‌লো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট ◈ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনা  ◈ দুটি ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক, বাড়ছে টানাপোড়েন ◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সিপিজের ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:১৮ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নন্দীগ্রামে ছেলে চিকিৎসা করাতে এসে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু 

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে রিফা আক্তার (২৬) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর নিহত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বগুড়া-নাটোর মাহসড়কের কৈগাড়ী মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিফা আক্তার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী বুলবুল হোসেনের স্ত্রী ও নন্দীগ্রাম উপজেলার কহুলী গ্রামের আব্দুল বারিকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের দাওয়াত খেতে রিফা আক্তার বাবার বাড়িতে আসে। সেখান থেকে ছেলের চিকিৎসার জন্য অটোভ্যান যোগে নন্দীগ্রামের দিকে আসছিল। এমতাবস্থায় বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ী মোড়ে এসে পৌঁছিলে বগুড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল অটোভ্যানের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যনটি উল্টে গুরুত্বর আহত হয় রিফা আক্তার তার সাথে থাকা ৩ বছর বয়সী ছেলে ইউসুফ ও মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা সকলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎধীন অবস্থায় সন্ধ্যায় রিফা আক্তারের মৃত্যু হয়। 

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনোয়ারুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এ দুর্ঘটনার বিষয়ে আমার জানা নাই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়