শিরোনাম
◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তারা ১৮ কোটি মানুষের শত্রু : বুলু

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ ‍বুলু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি জঠিল সমীকরণের দিকে যাচ্ছে মন্তব্য করে বলেন, সমগ্র জাতিকে সজাগ থাককে হবে। গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবারের আত্মীয়-স্বজন দেশে যে পরিমান অনিয়ম-দুনীতি করেছে তার বিচার এই বাংলার মাটিতে হবে এবং যারা আওয়ামীলীগকে দাঁড় করানো ও তাদের পক্ষ কথা বলবে তারা ১৮ কোটি মানুষের শত্রু বলে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোন জঙ্গীবাদ নেই এবং এ দেশে জঙ্গীবাদের উত্তান হবে না। বিএনপি গণতান্ত্রিক পন্থায়ে দেশ পরিচালনা করতে চায়। ড. ইউনুছকে উদ্দেশ্য করে তিনি বলেন, সাবেক বিচারপতি সাহাবুদ্দিনের মতো আপনিও একটি নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণ যাকে খুশী তাকে ভোট দিয়ে নির্বাচিত করুক।

শনিবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই-আগষ্ট গণঅভুত্থানে শহীদ ১১ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বুলু।

চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারন সম্পাদক মাহফুজুল হক আবেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়