শিরোনাম
◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০২:৫৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে ও গলায় অস্ত্র ঠেকিয়ে ‘ধর্ষণচেষ্টা’, যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলায় হাত-পা বেঁধে ও গলায় অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। মামলা দায়েরের পর ওই রাতেই আসামি নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয়কে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী নারী বলেন, “স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শিশু সন্তানকে নিয়ে হৃদয়ের বাড়িতে যান। সেখানে স্ত্রী ঘরে আছে বলে হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। ঘরে ঢুকতেই পেছন থেকে থেকে মুখ চেপে ধরে তার হাত-পা বেঁধে ফেলে। এক পর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে।”

তিনি বলেন, “শিশুটি কান্না করে উঠলে তাকে পাশের ঘরে নিয়ে আটকে রাখে হৃদয়। সেই সুযোগে হাতের বাঁধন খুলে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু হৃদয় তাকে উঠানে ধরে মুখে আঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।”

ওসি আবদুল মোন্নাফ বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়