শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ১২:০৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক জেলে

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে চকলেট দেখিয়ে এক শিশু (৯)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক তাজিনদার সিং (৫০) নামে ১ জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়াটিয়া বাসায় বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন যাবত উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামের মুস্তাফার "মা মঞ্জিলে" বাসা ভাড়া নিয়ে থাকতেন।  বৃহস্পতিবার(২০ মার্চ) সকালে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যায়। ঘরে নিয়ে স্পর্শকাতর স্থানে  হাত দেয়। বিষয়টি অপর একটি শিশু দেখে তার মাকে খবর দেয়। শিশুটি মায়ের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিং কে আটক করেন। 

সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো.জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো.আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত তাজিনদার সিং (৫০) ভারতের লদিহানা পাঞ্জাব চন্টিগর জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিং এর ছেলে। এই বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিং কে আটক করে থানায় নিয়ে আসছি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়