শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০২:৪৭ রাত
আপডেট : ১০ জুন, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় শত্রুতার জেরে যুবককে গলা কেটে হত্যা

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল ওই গ্রামের মো. জামান মিয়ার ছেলে।

গতকাল রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই গ্রামের ব্যাটারিচালিত একটি অটোরিক্সা গ্যারেজের পেছন থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত বিল্লাল অটো রিক্সা চালাতেন।

পরিবারের অভিযোগ, ইয়াবা সেবন ও ব্যবসায় অনিহা প্রকাশ করায় পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করেছে। যারা খুন করেছে তারা সবাই একই এলাকার। পুলিশ বলছে, নিহত বিল্লালের পিতা মাতা একেক সময় ককেক কথা বলেন; কখনও মাদক কখনও জাল চুরি নিয়ে এ খুন।

নিহত বিল্লালের বাবা মো. জামান মিয়া জানান, বিল্লালকে যারা খুন করেছে তারা এক সঙ্গে মাছ শিকার করতো আবার ইয়াবা সেবনও করতো। তারা সবাই একই গ্রামের। সহযোগীরা সব সময় তাকে মাদক সেবন ও ব্যবসার জন্য চাপ দিত। কিন্তু এতে সে (বিল্লাল) রাজী হতো না। এ নিয়ে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এরই জেরে
গতকাল রাতে জসিম, নজরুল, বুধু, সেলিম, সারোয়ার, মহসিন, সুমন তাকে ইয়াবা সেবনের কথা বলে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে। এর জন্য ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, নিহতের পিতা মাতা একেক সময় একেক কথা বলছেন। একবার বলছেন মাদকের কথা, আবার বলছেন মাছ ধরার জাল চুরির অভিযোগের কথা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। এখনও কেউ গ্রেফতার হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়