শিরোনাম
◈ মোবাইল হ্যাকিংয়ের শিকার মোল্লাহাটের ইউএনওসহ সরকারি কর্মকর্তারা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ◈ কুমিল্লার লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে বরপক্ষকে মারধর ও লুটপাটের ঘটনায় কনে পক্ষের বিরুদ্ধে থানায় মামলা ◈ এবার এআই ব্যবহার করে পুঁজিবাজারে প্রতারণা, বিনিয়োগকারীদের বিএসইসির সতর্কবার্তা ◈ ডিপ্লোমা-বিএসসি ইঞ্জিনিয়ারদের সংকট সমাধানে কাজ করছে সরকার: উপদেষ্টা ◈ রাতে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ টি-টো‌য়ে‌ন্টি ফর‌মে‌টের জাতীয় ক্রিকেট লিগ ১৪ সেপ্টেম্বর শুরু হবে, সূচি প্রকাশ ◈ ক‌ঠিন প্রতিপক্ষ বাংলাদেশ‌কে হারা‌নো ক‌ঠিন: নেদারল‌্যান্ডস অ‌ধিনায়ক এডওয়ার্ডস ◈ অস্ত্র পরিষ্কারের সময় রাজশাহী পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ ◈ পুরাতনকে বিতাড়িত করেছি, এবার নতুন ইস্যু: মোহাম্মদ তাহের ◈ যারা নির্বাচনে বাধা দেবে তারাই ক্ষতিগ্রস্ত হবে: বিএনপি মহাসচিব

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় মেহের আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিনাথঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছেন। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা অফিসার্স ইনচার্জ ৯ওসি) মোহাম্মদ নুরনবী। 

গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তি মেহের আলী সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিনাথঝাড় গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে তৃতীয় শ্রেণির ছাত্রীটি আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এ সময় বাড়ির পাশে একটি তামাকখেতে বসে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে আটক করে তামাকখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির আত্মচিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তারা মেহের আলীকে ঘটনাস্থলে আটক করে গণপিটুনি দেন। মেহের আলী একজন পেশাদার চোর। গ্রামে তার বিরুদ্ধে একাধিক নারী নিপীড়ন ও চুরির অভিযোগ রয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টা ঘটনার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়