শিরোনাম
◈ কুমিল্লায় বিদেশ থেকে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আবুল হাসান ◈ মোবাইল হ্যাকিংয়ের শিকার মোল্লাহাটের ইউএনওসহ সরকারি কর্মকর্তারা, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ◈ কুমিল্লার লালমাইয়ে বিয়ের নাম ভাঙ্গিয়ে বরপক্ষকে মারধর ও লুটপাটের ঘটনায় কনে পক্ষের বিরুদ্ধে থানায় মামলা ◈ এবার এআই ব্যবহার করে পুঁজিবাজারে প্রতারণা, বিনিয়োগকারীদের বিএসইসির সতর্কবার্তা ◈ ডিপ্লোমা-বিএসসি ইঞ্জিনিয়ারদের সংকট সমাধানে কাজ করছে সরকার: উপদেষ্টা ◈ রাতে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ টি-টো‌য়ে‌ন্টি ফর‌মে‌টের জাতীয় ক্রিকেট লিগ ১৪ সেপ্টেম্বর শুরু হবে, সূচি প্রকাশ ◈ ক‌ঠিন প্রতিপক্ষ বাংলাদেশ‌কে হারা‌নো ক‌ঠিন: নেদারল‌্যান্ডস অ‌ধিনায়ক এডওয়ার্ডস ◈ অস্ত্র পরিষ্কারের সময় রাজশাহী পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ ◈ পুরাতনকে বিতাড়িত করেছি, এবার নতুন ইস্যু: মোহাম্মদ তাহের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৫:০৮ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে শিশু ধর্ষণের চেষ্টা, হামলা ভাংচুর, গ্রেফতার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সাবুল মিয়া (৩৫)কে জনতা আটক করে পুলিশে সোর্পদ ক‌রে‌ছে। জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর (তোঁতো নগর) জামেয়া মাদানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিক্ষা চলে আসছে।

গত শুক্রবার সকালে ভিকটিম মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য যায়। এ সময় তাকে একা দেখতে পেয়ে কৌশলে মাদ্রাসার দ্বিতীয় তলার একটি শ্রেণী কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের ছমরু মিয়ার লম্পট ছেলে সাবুল মিয়া (৩৫)। এসময় ভিকটিমের চিৎকার শুনে লোকজন এগি‌য়ে আসলে ঘটনাস্থল থে‌কে লম্পট সাবুল পালিয়ে যায়।

পরে সারা দিনব‌্যা‌পি ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন একটি কুচত্রু মহল। একপর্যায়ে ঘটনা জানাজানি হলে রাতে লম্পট সাবুলের বাড়িতে হামলা ভাংচুর ক‌রেন স্থানীয় লোকজন। এ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ কর‌ছেন। প‌রে ঘটনার অ‌ভিযুক্ত লম্পট সাবুল মিয়াকে রাতেই গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় ভিকটিমের বাবা ছা‌নো মিয়া বাদী হ‌য়ে থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন। এ মামলায় গত শ‌নিবার দুপু‌রের ধর্ষণের চেষ্টার অপরাধে গ্রেফতার দেখি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হয়ে‌ছে।

এ ব‌্যাপা‌রে ও‌সি মোখলেছুর রহমান আকন্দ ঘটনাব সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, অভিযুক্তের বিরুদ্ধে ছানো মিয়া বাদী হয়ে মামলায় দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে সুনামগঞ্জ আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে। আদালত তার জা‌মিন না মঞ্জুর করে কারাগা‌রে পাঠিয়ে দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়