শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:৩৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ৩

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ৩জনকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
 
আজ বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল নামকস্থানে চেকপোষ্ট বসিয়ে ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার এসআই মো.জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বলদাখাল কুমিল্লাগামী লেনে চেকপোষ্ট  বসিয়ে একটি মিনি কাভার্ডভ্যান আটক করেন।পরে ওই গাড়িতে তল্লাশী চালিয়ে সিমেন্টের বস্তায় রক্ষিত ১৩৭ বস্তায় মোট ৩ হাজার ৫৬৬ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেন।এসময় গাড়ির চালকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। 
 
আটককৃতরা হলেন, গাড়ির চালক চাঁদপুর জেলার মতলব উপজেলার মাইছকান্দি গ্রামের বাক্কার ছেলে মো.রিয়াদ (২৩), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলা বাজার গ্রামের কামাল ঢালীর ছেলে মো.স্বপন (৪০) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আমইরকানাদা পাড়ার সিরাজ মিয়ার ছেলে মো.হাবিবুর রহমান (৫১)।
 
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলিথিন উদ্ধারসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা ঢাকা চকবাজার হইতে মালামাল লোড করিয়া কুমিল্লা জেলার চান্দিনায় নিয়ে যাচ্ছিলেন।
 
 
মোশায়ারা আক্তার জলি 
  • সর্বশেষ
  • জনপ্রিয়