শিরোনাম
◈ ব্যাংকের প্রতিটি শাখায় স্কুল ব্যাংকিং চালু করতে হবে ◈ দুটি কারণ পাওয়া গেছে এসএসসিতে পরীক্ষার্থী কমে যাওয়ার ◈ যে কারনে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের ◈ রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় নিয়ে কেন লুকোচুরি? ◈ ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও ◈ ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪ ◈ জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার ◈ ঈদের পর নির্বাচন ও সংস্কার দাবিতে ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ  ◈ অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা ◈ দুই-একজন অপকর্ম করছে, তাদেরকে কোনভাবেই দলে রাখতে পারব না : ইশরাক

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৪:৪৫ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপার গড়াই নদী থেকে কুমির ধরে আনন্দ মিছিল

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপার গড়াই নদী থেকে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কুমির । বুধবার রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়ীতে উঠে আসছিল। এসময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে। 
 
ঐ এলাকাবাসী শিমুল খান জানান, গড়াই নদী থেকে প্রায় ৪শ ফুট উপরে ৬ নম্বর ওয়ার্ড মেম্বার খিলাফত মিয়ার বাড়ীর দিকে যাচ্ছিল । সে সময় পাতার উপর দিয়ে যাওয়া অবস্থায় খড়-মড় আওয়াজ শুনে এলাকাবাসী কুমিরটিকে দেখতে পায়। 

এরপর মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে তারা । পরে কুমিরটিকে মজবুত করে বেঁধে এলাকায় আনন্দ মিছিল করে এলাকাবাসী।
 
স্থানীয়দের মধ্যে ইনসান আলী জানান, দীর্ঘ প্রায় দুই মাস ধরে আমরা গড়াই নদী পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিলাম । কুমিরটা প্রায় ৮-১০ ফুট লম্বা হবে। তবে পুরুষ না মেয়ে তা জানা সম্ভব হয়নি। তবে আরো কমপক্ষে দুইটা কুমির আছে বলে ধারনা করেন। 
 
শৈলকূপা বন বিভাগের কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে প্রথমে খুলমবাড়িয়া স্কুল মাঠে রাখে । তারপর ভ্যানে করে শৈলকূপা থানায় আনা হয়। কুমিরটি জীবিত উদ্ধারে যশোর বন বিভাগের কর্মকর্তারা রওনা হয়েছেন। কুমিরটির নিরাপত্তার স্বার্থে কর্মকর্তারা যতক্ষণ না আসবেন ততক্ষণ থানাতেই রাখা হবে। কুমিরটিকে জাল দিয়ে ও দড়ি দিয়ে বাধা অবস্থায় পাওয়া গেছে । রাতেই যশোরে কর্মকর্তারা নিয়ে যাবেন বলে জানা গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়