শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০২:১৭ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি প্রবাসী আকরাম শেখ ছুটিতে দেশে ফিরেই হলেন লাশ

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪৫) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার নড়াগাতি থানার চর শুকতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আকরাম শেখ উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চর শুকতাইল গ্রামের মো. হেকমত শেখের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চর শুকতাইল গ্রামের হেকমত শেখ ও আনসার জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ৭টার দিকে আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা খেতে যান।

এসময় আনসার জমাদ্দার গ্রুপের ১৫ থেকে ২০ জনের দল আকরাম শেখের উপর অতর্কিত হামলা করে তাকে (আকরাম শেখ) কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
সৌদি প্রবাসী আকরাম শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে, হেকমত শেখ গ্রুপের লোকজন আনসার জমাদ্দার সমর্থিতদের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে  ও আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন মোটামুটি শান্ত আছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়