শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৯:৪৮ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে দুই মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে শহরের শহীদ নজরুল ইসলাম চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
 
বক্তারা বলেন, আমাদের আন্দোলন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্যে। অনেকে এসএসসি পাস করে যত্রতত্র এন্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন। এন্টিবায়োটিক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর প্রভাবে মানুষ মারা যাচ্ছে। এমবিবিএস ডাক্তার কোনো ওষুধ লেখার আগে ওই ওষুধের গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তা করেন। 
এদিক দিয়ে ম্যাটস এবং ডিএমএফরা ওষুধ লেখার আগে গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ধারণা না রেখেই লিখে দিচ্ছেন।
 
এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ নামের আগে ডা. লিখতে পারবে না বলে তারা জানান, অবিলম্বে ৫ দফা দাবি পূরণ করা না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। বিক্ষোভ শেষে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে স্মারকলিপি জমা দেন। সিভিল সার্জন না থাকায় স্মারকলিপি গ্রহন করেন মেডিক্যাল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়