শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০৮ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর দুই শিশু সন্তানকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর বাবার ‘আত্মহত্যা’

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই শিশু সন্তানকে ‘বিষ খাইয়ে হত্যার’ পর ‘আত্মহত্যা’ করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম আব্দুর রউফ (৩৫)। তিনি আতিকপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

স্বজনরা জানায়,পারিবারিক কলহের পর আব্দুর রউফের স্ত্রী আফিজা খাতুন (৩০) তাদের তিন সন্তানের মধ্যে একজনকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। অন্য দুই সন্তান খাদিজা ও আয়েশা তাদের বাবার সঙ্গে ছিলো। আব্দুর রউফ তার দুই সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাইয়ে হত্যার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘আব্দুর রউফ ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর আহত অবস্থায় চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়