শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ইফতেখার আলম বিশাল : রাজশাহীর চারঘাটে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চারঘাট থানার পাকিয়ানপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিদেশি একটি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, আট রাউন্ড তাজা গুলি এবং ৩ কেজি ১৫০ গ্রাম ওজনের হাতবোমা ও ককটেল তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে যে, চারঘাট থানাধীন মুক্তারপুর পাকিয়ানপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ফেলে রাখা হয়েছে। সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে।

র‍্যাবের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উপকরণ সন্ত্রাসী গ্রুপের দ্বারা দীর্ঘদিন ধরে সংগৃহীত হয়েছে, যা ভবিষ্যতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারত। র‍্যাব ও সেনাবাহিনীর সক্রিয় অভিযানের ফলে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে।

উদ্ধার অভিযানের পর, সন্ত্রাসী গ্রুপের সদস্যদের চিহ্নিত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৫ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করেছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার সুযোগ দেব না। অভিযানের মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।"

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই অভিযান রাজশাহীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়