শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয়ে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ২১ দিন পর শিক্ষার্থী নিশার মৃত্যু

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ২১ দিন পর মরিয়ম আক্তার নিশা (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় নিশা মারা যায়। এর আগে গত ২২ জানুয়ারি উপজেলার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়।

নিশা রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের খোকা মিয়ার মেয়ে ও পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে নিশা ও রাফসি দগ্ধ হয়। নিশার শরীরের ৯০ শতাংশ ও রাফসির ৮০ শতাংশ দগ্ধ হয় বলে তখন চিকিৎসকরা জানান। পরে তাদেরকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নিশা মারা যায়।

নিহত ছাত্রীর মামা আবদুর রহমান জানান, বিদ্যালয় ঘেঁষে ৪৪ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার রয়েছে। এ কারণে পুরো বিদ্যালয় ও শিক্ষার্থীরা ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার ভাগ্নিকে জীবন দিতে হয়েছে। এ ঘটনায় দোষীদের বিচার চাই। ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস দাবি করেছিলেন, ‘ছাদে সবসময় তালা দেওয়া থাকে। কে বা কারা তালা খুলে দিয়েছে তা দেখেননি। ছাদের পাশ দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের তারটি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।’

লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. শফিউল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম। এ ঘটনায় ঢাকা থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত টিম এসেছে। বিষয়টি এখনো তদন্ত চলছে। দায়িত্বে অবহেলা কারণে দায়ীদের বিরুদ্ধে চার্জশিট হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়