শিরোনাম
◈ সিগন্যাল কেলেঙ্কারি: চাপে ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধ–পরিকল্পনা’ ফাঁস হওয়ায়  ◈ ভিডিও ভাইরাল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত ◈ সেনাবাহিনীর পেশাদারত্বের প্রশংসা করলেন মার্কিন জেনারেল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিমি যানজট ◈ পবিত্র লাইলাতুল কদর আজ ◈ জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার আদালতের ◈ ঢাকায় ধানমন্ডিতে র‍্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ ◈ শহীদ জিয়াকে 'স্বাধীনতার ঘোষক' বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান (ভিডিও) ◈ ড. ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন: দ্য হিন্দুকে প্রেস সচিব শফিকুল আলম ◈ গোয়েন্দা সংস্থা ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার, যা বললো ভারত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৯ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ডেভিল হান্ট অভিযানে  গ্রেফতার ১০

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : অপারেশন ডেভিল হান্ট অভিযানে তিনদিনে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় ১০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারী) রাত থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম (৬৩) তার দ্বিতীয় স্ত্রী জোৎস্না খানম (৫৫), উল্লাপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (৫০), তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন (৪৫), উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলার রহমান (৪৯), কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুমন রেজা (২৪), রায়গঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে মিলন শেখ (৪৫), শাহজাদপুর উপজেলার বাদশা আকন্দের ছেলে আরিফুল ইসলাম বিপুল (৫০) সঙ্গলা থানার ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শরিকুল ইসলাম ওরফে রোকন (৪১)সহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামছুল আলম এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃদের নামে চাঁদাবাজি, বিস্ফোরনসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা জেলা কারাগারে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়