শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাসহ আটক ৪

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা থেকে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ শহর ও পূর্বধলা উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন (৪২), সাবেক সহ-সভাপতি সায়েম এম রিয়াদ (২৩), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজিবর (৪৪) ও উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসমত উল্লাহ (৩৫)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে ময়মনসিংহ শহরের একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা সায়েম এম রিয়াদ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মজিবরকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। একই রাতে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত উল্লাহকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, ওই ৪ জন সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক আইনের মামলার আসামি। আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়