শিরোনাম

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে  হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জালাল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। 

জালাল মেম্বার (৫৫) উপজেলার কলাকোপা গ্রামের মৃত কালু মিয়া ছেলে। সে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুনায়েত চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার সহকারী পুলিশ সুপার ও দাউদকান্দির সার্কেল মো.ফয়সাল তানভীরের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানার পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার এজাহার নামীয় আসামি ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জালাল মেম্বারকে‌‌ ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ । 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুনায়েত চৌধুরী জানান,বৈষম্যবিরোধী ছাত্র - জনতার আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার ৩৫ নং এজার নামীয় আসামী জালাল মেম্বার।
মোশায়ারা আক্তার জলি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়