শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে শ্রমিক নেতা আজিজ হত্যা মামলার আসামি আতশি বেগম গ্রেপ্তার 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে শ্রমিক দলের নেতা আব্দুল আজিজ (৬০) হত্যা মামলার আসামি আতশি বেগম (৫৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সকালে  আতশি বেগমকে জেল হাজতে পাঠানো হয়েছে। নিহত আব্দুল আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ছাতারিয়া এলাকার ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার সকালে সেই বিরোধপূর্ণ জমিতে হাল দিতে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাধে। সে সময় আজিজ সরদার ঝগড়া থামাতে যান।

এ সময় আতশী বেগম উত্তেজিত হয়ে আজিজ সরদারকে ধাক্কা দিলে কোদালের ওপড় পড়ে গিয়ে মারাত্মক আহত হন। কোদালের ওপর পড়ে নাকে ও কপালে রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত আজিজ এর স্ত্রী শিরিনা বেগম ১২ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে পাশ্ববর্তী আদ্রা গ্রাম থেকে আতশী বেগমকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, আব্দুল আজিজ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আতশি বেগমকে গ্রেপ্তার করে  আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়