শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে হত্যার  ১১মাস পরে  মামলার আসামি আটক 

সনত চক্র বর্ত্তী,(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর থানা পুলিশ ১১মাস পরে হত্যা মামলার আসামি জিৎ সাহাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত জিৎ সাহা উপজেলার  সাড়েসাতরশি গ্রামের জগদীশ সাহার পুত্র।
 
সোমবার(১০ ফেব্রুয়ারি)  সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০২৪ইং তারিখে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদরপুর ফরিদপুর আঞ্চলিক সড়কের সদরপুর থানা রোডের সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেলে চাপা দেন শেখ রহিমউদ্দিন (৮২) নামে এক বৃদ্ধকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ নিয়ে শেখ রহিমউদ্দিনের পুত্র মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে গত ২৮ মার্চ ২০২৪ইং সদরপুর থানায় একটি সড়ক পরিবহন আইন-২০১৮ আইনে হত্যা মামলা দায়ের করেন। ওই সময় থেকে পলাতক ছিলেন জিৎ সাহা।  

মামলার বাদী শহিদুল ইসলাম বাবুল জানায়, আমার বাবা গত ২৪ মার্চ ২০২৪ইং তারিখে রবিবার  ইফতারের পর সন্ধ্যায় চায়ের দোকান থেকে চা খেয়ে সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে হেটে সদরপুর বাজারের দিকে আসার সময় পিছন দিক থেকে জিত সাহা (১৮) নামের একজন মোটরসাইকেল চালক দ্রুত ও বেপরোয়া গতিতে এসে আমার বাবার শরীরের উপর দিয়ে উঠায় দিয়ে আমার বাবাকে হত্যা করে । ওই সময়েই আমি সদরপুর থানায় মামলা দায়ের করি। মামলা দায়েরের প্রায় ১১মাস পর আসামি জিৎ সাহাকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ । আমি আমার বাবার হত্যার বিচার চাই। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন বলেন. সড়ক পরিবহন আইন-২০১৮ মামলার পলাতক আসামীকে গতকাল সন্ধ্যায় সদরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়