শিরোনাম
◈ বিএনপি নেতা ফয়জুল করিমের আওয়ামী লীগে যোগদান: বললেন, ‘শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক’ (ভিডিও) ◈ আরও আগে অভিষেক হলে শচীন টেন্ডুলকার‌কে টপকে যেতাম : মাইক হা‌সি ◈ বাংলাদেশের ব্যাংক খাতে প্রতিদিন ৪০০-এর বেশি সাইবার হামলা, অর্ধেক আসছে চীন–উত্তর কোরিয়া–রাশিয়া থেকে ◈ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতারণা চক্রে স্টারলিংক নতুন অস্ত্র, সাইবার নিরাপত্তায় উদ্বেগ বাংলাদেশে ◈ আরও ৯ জনের শরীরে রংপুরে অ্যানথ্রাক্স-সাদৃশ্য উপসর্গ ◈ নির্বাচনের আগে প্রশাসনের রদবদল নিজেই তদারকি করবেন প্রধান উপদেষ্টা: এনসিপি ও জামায়াতকে আশ্বাস ◈ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশে সমাধানের বদলে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া ◈ সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে অ্যামনেস্টির বিশেষ অনুরোধ ◈ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠন: ডিসেম্বরেই হতে পারে ডিসি সম্মেলন ◈ দেশের বাজারে একলাফে সোনার দাম ভরিতে কমলো ৮ হাজার ৩৮৬ টাকা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় কবরস্থান থেকে ইউপি সদস্যসহ ৩টি কবরের কঙ্কাল চুরি 

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবরস্থান থেকে সাবেক ইউপি সদস্যসহ ৩টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামে অবস্থিত কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

লাশের কঙ্কাল চুরির ঘটনা ছড়িয়ে পড়লে সকাল থেকে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসে। আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া জানান, কবরস্থানের লাশের কঙ্কাল চুরির কথা শুনে কবরস্থানে এসে দেখি ৬টি কবর খোড়া রয়েছে। এর মধ্যে থেকে স্থানীয় সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, চিত্রাপাড়া গ্রামের বায়েজিদ হোসেন ও চাঁদ মিয়ার লাশের কঙ্কাল পাওয়া যায়নি। অন্য ৩টি কবরের কঙ্কালের কিছু হাড় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কান্নাজড়িত কন্ঠে সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর মেয়ে সালমা খানম বলেন, আমার পিতা ১০ মাস আগে বার্ধক্যজনীত কারনে মারা যায়। মারা যাওয়ার পরে আমরা চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করি । সে একজন ইউপি সদস্য ছিল। জীবনে তিনি কারো ক্ষতি করেনি। আজ সকালে খবর পাই কবরস্থান থেকে আমার পিতার লাশের কঙ্কাল চুরি হয়েছে। তাৎক্ষনিক কবরস্থানে ছুটে এসে আমরা দেখতে পাই বাবার কবর খোঁড়া। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাঁড়ি পড়ে আছে। কঙ্কালের হাড়গুলো চোরেরা নিয়ে গেছে।

চিত্রাপাড়া কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম আবুল মুনসুর মুন্সী(মুনজু) বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। এর আগে এই কবরস্থানে এ ধরণের কোন ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়