শিরোনাম
◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি ◈ ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানালেন উপ-প্রেস সচিব ◈ নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা ◈ ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য—জাপানি বিনিয়োগ বাড়াতে আকিয়ে আবের সঙ্গে ইউনূসের বৈঠক ◈ শ্রমিকের অধিকার নিজেরা  ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না: মঈন খান ◈ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার ◈ চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন–এমন মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশীর চরলক্ষী এলাকায় গত শুক্রবারের দিবাগত রাতের এই ঘটনায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   
 
এই ঘটনায় ভূক্তভোগী নারী মঙ্গলবার সকালে বাদী হয়ে রায়পুর থানায় ৩ জনকে আসামি করে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন। এই মামলায় মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ। 
 
ভোরে চরলক্ষী এলাকায় অভিযান চালিয়ে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মামলায় আলমগীর হোসেনকে শোন অ্যারেস্টে দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।
 
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মিলন হাওলাদার ও আলমগীর হোসেন চরলক্ষী এলাকায় ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় ওই নারী ঘর থেকে দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে অভিযুক্তরা জানান, তার স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক। 
 
এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই তিন যুবক। পরে পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেনকে আটক করে স্থানীয়রা। পরে গরু চুরির মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এই মামলায় মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর ওই এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুসহ হাতে-নাতে আটক করে স্থানীয়রা। পরে গরু চুরির মামলায় বর্তমানে জেল-হাজতে রয়েছে। সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তাকে শোন-অ্যারেস্টে দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়