শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:১৬ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তোদের সবার মৃত্যুদণ্ড হবে, সময় থাকতে কেটে পড়’

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা মো. জালাল উদ্দীন বাদী হয়ে এ জিডি করেন। এর আগে একটি ফেসবুক আইডি থেকে ‘মৃত্যুদণ্ডের’ হুমকি দেওয়া হয়।

হুমকি পাওয়া নেতারা হলেন- সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দীন ও যুগ্ম সদস্যসচিব হুমায়ুন কবির জীম। তারা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী। এ ছাড়া জামিউল ইসলাম নামের রুয়েটের আরেক শিক্ষার্থীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন।

জিডিতে রুয়েটের ওই নিরাপত্তা কর্মকর্তা উল্লেখ করেন, গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগরের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পদ পেয়েছেন। কমিটি হওয়ার পর ‘কারেন্ট স্টুডেন্টস অব রুয়েট’ নামে ফেসবুক গ্রুপে আজাদ আরিফিন নামের আইডি থেকে হুমকি দিয়ে লেখা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাঈন আর জীম। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরানোর পাঁয়তারা চলছে। রুয়েটে আর কত বছর থাকবি। এদের একাডেমিক ডিটেইল দে সবাই। এদের একাডেমিক বহিষ্কার করা সময়ের দাবি।’ এই পোস্টের নিচে কমেন্টে জামিউল ইসলামকে মেনশন করে আজাদ আরিফিন আইডি থেকে লেখা হয়েছে, ‘তোদের সবার মৃত্যুদণ্ড হবে। সময় থাকতে কেটে পড়।’

এ বিষয়ে মাঈন উদ্দীন বলেন, আজাদ আরিফিন নামের ফেসবুক আইডিটি ফেক (ভুয়া) বলে মনে হচ্ছে। এ ধরনের হুমকি ছাত্রলীগ থেকে দিতে পারে। তবে কমিটি হওয়ার পর এমন হুমকি পাওয়ায় আরও সন্দেহ তৈরি হয়েছে। এ ঘটনায় আতঙ্কে আছি। এ কারণে থানায় নিরাপত্তা চেয়ে আবেদন করেছি।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার জানান, এ ঘটনায় তারা রুয়েটের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিয়েছেন।

আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, জিডিতে উল্লেখ করা হয়েছে ফেসবুকে হুমকিমূলক কথাবার্তা লেখা হয়েছে। জিডিটি আদালতে উপস্থাপন করা হবে। আদালতের নির্দেশ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়