কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৪ জন সাবেক কাউন্সিলর সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাদের কে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারা হলেন বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর আহমদ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুর, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন বড়ুয়া, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রনব কুমার দাশ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার হোসেনের জামিন আবেদন না মন্জুর করে হাজতে প্রেরণ করেছেন। তারা সবাই জি.আর ২৪৪/২০২৪ মামলার এজাহার ভুক্ত আসামী। চট্টগ্রাম জেলা ও দায়রাজজ আদালত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।