শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১০:৪৯ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিনে বের হয়ে সাক্ষীসহ ৫ জনকে ‘কোপাল’ হত্যার আসামি

ঢাকার সাভারে এক হত্যা মামলার আসামি জামিনে এসে মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় এবং বাকি ৪ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার বিকালে সাভারের হেমায়েতপুরের জাদুরচড় এলাকায় এই ঘটনা ঘটে। 

আহতদের স্বজনদের দাবি, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় শাহাবুদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ফয়সাল দীর্ঘ দিন জেলে থাকার পর সম্প্রতি জামিনে বের হন। এরপরই বেপরোয়া হয়ে উঠেন। রোববার বিকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রসহ ফয়সাল ও ৮ থেকে ১০ জন ব্যক্তি হত্যা মামলার সাক্ষী সানি, দেলোয়ার, শাহিন ও সেলিনাসহ মোট ৫ জনকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে সানির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি ৪ জনকে এনাম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

হত্যা মামলার আসামি জামিনে এসে সাক্ষীদের কোপানোর বিষয়টি তাদের জানা নেই জানিয়ে ওসি বলেন, জমি সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়