শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে আইস ও ইয়াবাসহ নৌকা জব্দ, আটক-৬

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

গত ১৫ জানুয়ারি বুধবার দিবাগত মধ্যরাতে গভীর বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আশিকুর রহমান।

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার নুর হবিরের ছেলে মো. ফয়সাল(২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), একই ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনির ছেলে জসিম উদ্দিন (২১), মিঠাপানিরছড়ার আব্দুল মুন্নাফের ছেলে মো. বুখার উদ্দীন (৩০), একই এলাকার জহির আহম্মদের ছেলে মো. শফিক উদ্দিন (২০) ও উখিয়া উপজেলার কুতুপালং ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন (৫৫)।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার গভীর রাতে দক্ষিণ-পূর্বে নাফনদীর মোহনা দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান সাগরপথে নৌকাযোগে বঙ্গোপসাগরের মোহনা বাংলাদেশের অভ্যন্তরে আসলে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় নৌকাটি শূন্য লাইন অতিক্রম করলে একটি বিশেষদল সাগরে অভিযান চালায়। নৌকাটি ধাওয়া করে ৬ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা ও কিছু গাঁজা পাওয়া যায়।

তিনি আরও জানান, নৌকাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে আসামিদের সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়