শিরোনাম
◈ ইসরায়েলে মিসাইল হানা ই‌য়ে‌মে‌নের হু‌তিদের, যুদ্ধবিরতির পরও ছায়াযুদ্ধ চালাচ্ছে ইরান? ◈ উচ্চআদাল‌তের রায়:  ক্রিকেটার শামিকে খোরপোশ বাবদ প্রতি মা‌সে ৪ লাখ টাকা ক‌রে দিতে হবে প্রাক্তন স্ত্রী হাসিনকে ◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ “ভুয়া তথ্য আমাদের বড় চ্যালেঞ্জ, জাতিসংঘের সক্রিয় ভূমিকা দরকার”—প্রধান উপদেষ্টা ইউনূস ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালানোর পথে বেনাপোলে ইডেন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

আইরিন হক, বেনাপোল-যশোর) প্রতিনিধি: ভারতে পালানোর পথে বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আরো কয়েকজনকে গ্রেফতার করেছে ইমিগণেশন।

এদিকে  গত ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর  রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার ( ১৩ জানুয়ারি) বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে এই দুই  জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাগুরা সাতদুহার স্বপন মন্ডলের ছেলে,মেয়ে।

 বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গ্রেফতার হয়। তাদেরকে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।  গ্রেফতারকৃতদের ০৫ আগষ্টের পরবর্তীতে  তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় 
মামলা হয়েছিল। 

সীমান্তের একাধিক সুত্র গুলো জানায়, বর্তমানে বৈধ পথে অপরাধীরা বেশি পালাচ্ছে ভারতে। ভারত এসব অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ায় তাদের কেউ অনিয়ম করে ভারতে গেলেও সেখানকার আইন শৃঙ্খলা বাহীনি ধরছেনা। কলকাতা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তারা বিচরন করছেন।  অনেক বাংলাদেশি পাসপোর্টধারী তাদের সেখানে চলাফেরা করতে দেখেছেন।

 অভিযোগ আসছে এরা পালানোর ক্ষেত্রে বৈধ পথে রুট ব্যবহার করছে। ভারতীয় ট্রাক, চেকপোষ্ট শুণ্য রেখায় রিট্রিট সিরোমনিতে সাধারন মানুষের সাথে মিশেও প্রবেশ করারও ঝুকি রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়