শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ১০:০৬ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কারের নামে সংবিধান কোনভাবেই পরিবর্তন করা যাবে না : যুব সমাবেশে বিএনপি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১-দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) বিকেলে ফরিদপুর শহরের থানার মোড় এলাকায় এ যুব সমাবেশের আয়োজন করা হয়। সেখানে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বক্তব্যে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা বলেন, 'সংস্কারের নামে সংবিধান কোনভাবেই পরিবর্তন করা যাবে না। দেশের বিরুদ্ধে ভারতীয় সকল ষড়যন্ত্রকে রুখে দেবার জন্য সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ‌৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করাতে হবে।'

তারা আরও বলেন, 'আগামী জাতীয় সংসদ  নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়ী করতে দলীয় নেতাকর্মীদের মাঝে সম্প্রীতি বজায় রাখতে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া একটি সঙ্ঘবদ্ধ চক্র সন্ত্রাসীদের সাথে একত্রিত হয়ে জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরে ভাঙ্গনের চেষ্টা চালাচ্ছে। এসব থেকে ‌ সাবধান থাকতে হবে।'

এ সময় বক্তারা বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ  সরকারের পতনের নিহত ছাত্রদের অবদানের  কথা স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অপর যুগ্ম-আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, যুগ্ম-আহ্বায়ক খন্দকার ফলজুল হক টুলু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক খন্দকার সামছুল আরেফিন সাগর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল কাদরী, ফরিদপুর জেলা বিএনপি সদস্য শহীদ পারভেজ, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাহিদুল হক জাহিদ, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু সহ জেলা বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। 

যুব সমাবেশের শুরুতে ‌বিগত ১৬ বছরে বিএনপি'র নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশের পূর্বে  বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়