শিরোনাম
◈ শেখ হাসিনার ‘একযোগে প্রকাশিত’ ভারতীয় সাক্ষাৎকারে প্রশ্নের ঝড়: সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক ◈ তিন মাচ হা‌রের পর ইং‌লিশ লি‌গে জ‌য়ে ফির‌লো লিভারপুল  ◈ চীনের কাছে ৪ গো‌লে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের  ◈ কা‌রো চা‌পের মু‌খে রা‌শিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বন্ধ করবে না নয়াদিল্লি ◈ নেতানিয়াহুর ক্ষমা আবেদনের বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ◈ সিরাজগঞ্জে রাতের অন্ধকারে রহস্যময় পরীর দেখা, এলাকায় চাঞ্চল্য ◈ শচীনকে টপকে বিশ্ব রেকর্ড গড়লেন কোহলি ◈ যেভাবে জাতীয় মহামারিতে রূপ নিলো অর্থপাচার ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা ◈ পৃথক হলো বিচার বিভাগ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজতেমার মাঠে হামলা : দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের হামলা ও হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা ফরিদপুর শহরের আলীপুর গোরস্তান জামে মসজিদ প্রাঙ্গণে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মসজিদ প্রাঙ্গণের সমাবেশে বক্তব্য শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়৷ বিক্ষোভ মিছিলের পর মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ করা হয়৷

খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহ আকরাম আলী, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, খেলাফত মসজিদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহসভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির প্রমূখ।

বক্তারা বলেন, 'গত ১৭ ডিসেম্বর‌ টঙ্গীতে ‌বিশ্ব ইজতেমায় সাদ পন্থীদের হামলায় নিরীহ তিনজন ‌ সাধারণ মুসল্লী শহীদ হয়েছেন। উক্ত ঘটনায় জড়িত সাদপন্থীদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার  করার জন্য সরকারের নিকট দাবি জানাই। সাথে ফরিদপুরের যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে ‌তাহলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সমস্ত সন্ত্রাসীদের কোনোভাবে প্রশ্রয় দেয়া যাবে না।'

এর আগে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়