শিরোনাম
◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে : তারেক রহমান ◈ প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তিন অভিযোগে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল ◈ অন্তর্বর্তী সরকা‌রের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার ◈ মা আমাকে জিন মারেনি, পাশের লোকেরাই আমাকে ধর্ষণ করে হত্যা করেছে: রেহেনা বেগমের অভিযোগ ◈ মিনিয়াপোলিসে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো বাংলাদেশি বংশোদ্ভূত কে এই আলিয়া রহমান?(ভিডিও)

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির প্রতিবাদের মুখে বেড়া নির্মাণ বন্ধ করেছে বিএসএফ

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত ঘেঁষে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে টানা দু'দিনের উত্তেজনার পর অবশেষে নির্মাণকাজ বন্ধ করেছে বিএসএফ।  বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফ' ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উভয় পক্ষের এ সমঝোতা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের চৌকা সীমান্তের ১২ শ গজ এলাকায় কোন কাঁটাতারের বেড়া নেই।  সীমান্ত পিলার ১৭৭/১ ও ২ এস এলাকায় ৫/৬ মাস আগে কাঁচা রাস্তা নির্মাণের পর সম্প্রতি সীমান্ত পিলার ঘেঁসে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করতে গেলে বিজিবি প্রতিবাদ করে। প্রতিবাদের পর গেল সোমবার ও মঙ্গলবার দু' দফা বিজিবি ও বিএসএফ'র মধ্যে দু'দফা পতাকা বৈঠক হলেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি এই দু' বাহিনী। বুধবার বিজিবি ও বিএসএফ'র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দু'দেশের উর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতি ছাড়া কোনো নির্মাণকাজ না করার বিষয়টি গুরুত্ব পায়। বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারস এর উর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি না হওয়া পর্যন্ত বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে মর্মে সমঝোতা হয়েছে,  বলে জানান ৫৯ বিজিবি অধিনায়ক।

উল্লেখ্য, চৌকা সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ করতে গেলে গেল ৬ জানুয়ারি সীমান্তে বিজিবি ও বিএসএফ'র সদস্যদের পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তের জনসাধারণও জড়ো হয়।  এতে উত্তেজনা আরো বেড়ে যায়। সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয়। সর্বশেষ সীমান্ত পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়