শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির প্রতিবাদের মুখে বেড়া নির্মাণ বন্ধ করেছে বিএসএফ

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত ঘেঁষে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে টানা দু'দিনের উত্তেজনার পর অবশেষে নির্মাণকাজ বন্ধ করেছে বিএসএফ।  বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফ' ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে উভয় পক্ষের এ সমঝোতা হয়। 

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের জানান, শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের চৌকা সীমান্তের ১২ শ গজ এলাকায় কোন কাঁটাতারের বেড়া নেই।  সীমান্ত পিলার ১৭৭/১ ও ২ এস এলাকায় ৫/৬ মাস আগে কাঁচা রাস্তা নির্মাণের পর সম্প্রতি সীমান্ত পিলার ঘেঁসে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করতে গেলে বিজিবি প্রতিবাদ করে। প্রতিবাদের পর গেল সোমবার ও মঙ্গলবার দু' দফা বিজিবি ও বিএসএফ'র মধ্যে দু'দফা পতাকা বৈঠক হলেও কোন সিদ্ধান্তে আসতে পারেনি এই দু' বাহিনী। বুধবার বিজিবি ও বিএসএফ'র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দু'দেশের উর্ধ্বতন কর্মকর্তাদের সম্মতি ছাড়া কোনো নির্মাণকাজ না করার বিষয়টি গুরুত্ব পায়। বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারস এর উর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি না হওয়া পর্যন্ত বেড়া নির্মাণ কাজ বন্ধ থাকবে মর্মে সমঝোতা হয়েছে,  বলে জানান ৫৯ বিজিবি অধিনায়ক।

উল্লেখ্য, চৌকা সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ করতে গেলে গেল ৬ জানুয়ারি সীমান্তে বিজিবি ও বিএসএফ'র সদস্যদের পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তের জনসাধারণও জড়ো হয়।  এতে উত্তেজনা আরো বেড়ে যায়। সীমান্তে বিজিবি শক্ত অবস্থান নেয়। সর্বশেষ সীমান্ত পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়